কনক কুমার প্রামানিক –
অস্থিচর্মসার কঙ্কালময় দেহখানি
বয়সের ভারে কুজো ন্যুজ
লাঠি সম্বল করে হাঁটাহাঁটি চলে
ভগ্ন স্বরে ম্রিয়মাণ কথা বলে।
এটা ওটা খেতে পারেনা ঠিকঠাক
শক্ত-নরম, ঠান্ডা- গরম হজম হয়না আর
চুল দাড়ি সব ধারণ করেছে ধূসর পাটের বর্ণ
শখের দাঁতগুলো আর একটিও অবশিষ্ট নাই।
পরিজনদের কাছে শুধু অবজ্ঞারই পাত্র
সন্ধ্যার খানিক বাদে গল্প জমে প্রৌড়ার কাছে
জীবনের অন্তিম ক্ষণে ঝাপসা হয়ে আসে দুটি আঁখি
বুক পকেটের বিড়িতে টান দিয়ে ওঠে মরণের কাশি।