34 C
dhaka
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৩
দৈনিক স্বদেশ বিচিত্রা

কমলনগরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সুমন উদ্দিন, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের কমলনগরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আ. সহিদ (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মতিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সহিদ চরকালকিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অহিদুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ থেকে ছয় দিন আগে প্রতিবন্ধী কিশোরীর মা তার বড় মেয়ের বাড়ি ঢাকায় বেড়াতে যান। এ সুযোগে অভিযুক্ত সহিদ কিশোরীকে ঘরে একা পেয়ে বিভিন্ন প্রলোভনে টানা তিনদিন তাকে ধর্ষণ করতে থাকে। সর্বশেষ (১৬ সেপ্টেম্বর) সহিদ ওই কিশোরীর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে দেখে ফেলে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম্য মাতব্বররা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পরে প্রতিবন্ধী কিশোরীর ভাই রাশেদ খান বাদী হয়ে মামলা করলে রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ ওই মামলায় মতিরহাট এলাকার একটি সালিশি বৈঠক থেকে অভিযুক্ত আ. সহিদকে গ্রেফতার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

কোম্পানীগঞ্জে পুলিশের গ্রেফতার হওয়া আসামি হ্যান্ডকাফ সহ পালিয়েছে।

ওয়েব ডেস্ক

গ্যাং তৈরি করে মাদক ব্যবসা

ওয়েব ডেস্ক

লক্ষ্মীপুরে ঘোড়ার মাংস বিক্রি : হোটেল মালিকসহ ৩ জনের নামে পরোয়ানা

ওয়েব ডেস্ক