34 C
dhaka
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | দুপুর ২:২৮
দৈনিক স্বদেশ বিচিত্রা

এমন যদি হত

আয়শা সাথী-

এমন যদি হত,
সময়টাকে বাঁধা যেত খেয়াল খুশি মতো!
প্রহরগুলো আটকে দিয়ে ইচ্ছেঘড়ির মতো
ইচ্ছে হলেই ফিরে পেতাম
হারানো সুখ যতো!

এমন যদি হত,
আগামীটা দেখা যেত স্বচ্ছ কাঁচের মতো!
উড়িয়ে দিয়ে শংকাগুলো মেঘবালিকার মতো
নিশ্চয়তায় আঁকড়ে নিতাম
যে স্বপ্নে আছি রত!

এমন যদি হত,
অতীতটাকে মোছা যেত পেন্সিল দাগের মতো!
হারিয়ে গিয়ে সরলতায় ছেলেবেলার মতো
মুছে দিতাম হিয়া থরের
প্রাপ্ত ব্যথার ক্ষত!

সাগর তীরে বুনতাম বাসা
প্রণয় মায়ায় কত,
উড়ো হাওয়ায় ছুঁয়ে দিয়ে উর্মিমালা যত
খুনসুটিতে ভাসতাম দুজন গাঙচিলের’ই মতো
ইশ! এমন যদি হতো!

সত্যি যদি হতো চাওয়া
যা চাইছি অবিরত,
পাওয়ার পাতা পূর্ণ করে শূণ্য কেটে যত
চাওয়া পাওয়ায় মিলতো হিসেব আলাদিনের মতো
ইশ! এমন যদি হতো!

সত্যিই,  এমন যদি হতো!

আরও পড়ুন...

অনির্বাণ লিখছি তোমায়** বনশ্রী বড়ুয়া রুমি ( ৩য় পর্ব)

ওয়েব ডেস্ক

অর্থ আছে যার

ওয়েব ডেস্ক

জাতিসত্তা

ওয়েব ডেস্ক