মফিদুল ইসলাম-
আমার আছে পদ্মফোটা, শাপলা ফোটা বিল,
সেই বিলেতে অযুত মাছে করছে রে কিলবিল।
ধানের ক্ষেতে বাতাস নাচে আমার দেশের মাঠে,
রাখার ছেলের সুরের যাদু ছড়ায় পথে ঘাটে।
সর্ষেফুলে হৃদয় হরে আমার দেশের মাঠ,
পাকা ধানে মাঠ ভরে যায়, বর্ষাকালে পাট।
আমার আছে হাজার নদী মুক্ত-ঝরা ঢেউ,
একে বেঁকে চলছে যেন সাপের মত কেউ।
রয়েল বেঙ্গল টাইগার আছে, আছে সোঁদরবন,
চেত্রা হরিণ, বনপিয়ালী জাগায় অনুরণ।
নদীর বুকে পালতুলে যায় আমার দেশের মাঝে,
হরেক রকম বোঝাই তরী চলছে পসার সাজি।
জারী সারী ভাটিয়ালি আমার দেশের গান,
রবীন্দ্র নজরুলের সুরে ভরে সবার প্রাণ।
আমার আরো জয়নুল আছে, আছে জগদীশ,
বঙ্গবন্ধু জাতির জনক তাঁর তরে কূর্ণিশ।
আমার আছে ভাষাদিবস– যুদ্ধজয়ের গান,
লালসবুজের বিজয় নিশান, সত্য সুমহান।