সাঈদুর রহমান লিটন –
যে ফুলে মধু নেই তবু ছুটি ফুলে
ফুল রঙের চাকচিক্যময়তা
মানুষ টানে অন্তর।
অলিরা ভীড় করে প্রতি পাপড়িতে,
প্রতি বৃন্তে বৃন্তে অমোঘ মোহে,
সব মানুষ প্রজাপতি হয়ে ওঠে।
ফুলেল বাতাসে পূর্ণিমা হয়
জোয়ার আসে শরতে শরতে
মানুষ অতি মানুষ হয়ে উঠি
মনুষ্যত্ব আছে অন্তরে তাই।