তানিন আফরিন,
স্টাফ রিপোর্টার ,গাইবান্ধা:
আজ ১৩ ই সেপ্টেম্বর বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র ্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ। তিনি জানান গত ১২ সেপ্টেম্বর রাত্রী আনুমানিক ৯ ঘটিকার সময় গাইবান্ধা র ্যাব ১৩ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা এলাকা হতে শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর কাছে থেকে ৯.৫ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। আসামি শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা গ্রামের সালেহ উদ্দিনের পুত্র। আসামি বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রজু কারার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ ঘটনাস্থলে আরো এক জন শ্রী সন্তোষ চন্দ্র বর্মন (৪৫) নামে মাদকব্যবসায়ী পালিয়ে যায়। শ্রী সন্তোষ চন্দ্র বর্মণ একই এলাকার মৃত সুধীর চন্দ্র বর্মণের ছেলে।