34 C
dhaka
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫
দৈনিক স্বদেশ বিচিত্রা

স্বপ্নের পথে মিমি

কুবি প্রতিনিধি-

 মানসিক শান্তির উৎস হিসেবে ছেলেবেলা থেকেই নাচ, গান, আবৃত্তি, নাটক, আঁকাআঁকিকে সঙ্গী করেছেন নিজের। পড়ালেখার সমান তালে চালিয়ে গেছেন তার এই সাংস্কৃতিক কার্যক্রম। ছোটবেলায় অধিকাংশ শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য যেখানে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া সেখানে গুটিকয়েকের স্বপ্ন শিক্ষক হওয়া। তাদের একজন হচ্ছে তাইয়্যেবুন নাহার মিমি। গত ৩ সেপ্টেম্বর নিযুক্ত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে। মিমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

ছোটবেলা থেকে শিক্ষকতাকে পেশা হিসেবে নেয়ার নেপথ্যে কাজ করছে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনের মুখে শুনা শিক্ষকদের কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো মহৎ কিছু হওয়ার স্বপ্ন শুরু তার সেখান থেকেই। 

তবে পারিবারিকভাবে শিক্ষকতা পেশার সঙ্গে একটা সংযোগ রয়েছে তার। সেকান্দার মাস্টার যিনি তার দাদা ; তাদের গ্রামের বাড়ি পরিচিত সেই “সেকান্দার মাস্টারের বাড়ি” নামে। তার বাবাও শিক্ষকতা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং বড় দুইবোন শিক্ষক। পাশাপাশি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আশ্চর্যজনকভাবে অসংখ্য শিক্ষকদের বিশেষ সুদৃষ্টি ও মমতাই তাকে শিক্ষক হতে উৎসাহিত করেছেন বলে জানান তিনি।

শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলতে কেবল যে  পড়ালেখায় নিজেকে ব্যস্ত রাখতে হবে সেটা মানতে নারাজ মিমি। পড়ালেখার পাশাপাশি থিয়েটার কুবি, অনুপ্রাস, শুভসংঘের মতো সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সংযোগ ছিল তার। পাশাপাশি করিয়েছেন টিউশানও। নাটকের স্ক্রিপ্ট লেখা, অভিনয় করার পাশাপাশি অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করার কাজগুলো করেছেন উল্লেখিত সংগঠনের সাথে যুক্ত থেকে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চা তার ব্যক্তিত্ব ও আচরণকে আমূল বদলে দিয়েছে বলে দাবি করেন তিনি।

মিমি ২০২২ সালে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েই বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি ইংরেজি মাধ্যম কলেজে শিক্ষকতায় যোগদান করে। এরপর সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে থাকি, পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। অতঃপর গত ৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি এবং বলেন ‘এটা আমার স্বপ্নের কাজ, পেশা নয়।’

 “সফলতার শর্টকাট নেই, সততার ঊর্ধ্বে পন্থা নেই” এই মূলমন্ত্রে বিশ্বাসী মিমি বলেন, পড়াশোনা আর পরিশ্রমের পাশাপাশি সৎ থাকাটা জরুরি। তাহলে সময়ই পৌঁছে দেবে সফলতার বার্তা। 

যে সফলতা পৌঁছেছে মিমির কাছে এবং ভবিষ্যতে আরো তার অংশীদারিত্ব অর্জন করবেন তিনি।

আরও পড়ুন...

বিশেষ সুবিধা না পেয়ে ফুলগাজীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান ম্যানেজিং কমিটি

ওয়েব ডেস্ক

কুবিতে শিক্ষক সমিতির নির্বাচন ঘিরে দুই পক্ষের উত্তেজনা

ওয়েব ডেস্ক

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পূনর্মিলনী-২২

ওয়েব ডেস্ক