34 C
dhaka
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | বিকাল ৩:২৫
দৈনিক স্বদেশ বিচিত্রা

ভাংগায় আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর: 

ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। 

কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, কৃষি বিষয়ক সম্পাদক বাবু দীপক মজুমদার, ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, আবেশ স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ ওয়াহিদুজ জামান সহ ভাংগা উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

খেলা শুরু হওয়ার আগেই মাঠে কানায় কানায় হাজার দর্শকের উপস্থিতি অতিথিদের মুগ্ধ করে। আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন, আবেশ স্মৃতি সংসদ বনাম চরমানাইড় রহমত উল্লাহ মাতুব্বর ও সাইদুর বেপারী স্মৃতি সংঘ। খেলার প্রথম ও দ্বিতীয় অর্ধে কোন পক্ষের গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। এতে চরমানাইড় ১-০ গোলে জয় লাভ করেন।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, ধর্মদীর মোঃ আকবর হোসেন, সহযোগী হিসেবে ছিলেন জহির ও বাপ্পারাজ। আগামীকাল বিকেল ৪টায় জাঙালপাশা ফুটবল ক্লাব বনাম কবিরাজপুর টিম এলিভেন একাদ্বশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...

জয়ে ফাইনালের পথে এক পা শ্রীলঙ্কার, ঈশ্বর ভরসা ভারতের

ওয়েব ডেস্ক

রাজারহাটে শান্তির পায়রা উড়িয়ে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন

ওয়েব ডেস্ক

সিরিজে লিড নেয়ার লক্ষ্যে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা

ওয়েব ডেস্ক