34 C
dhaka
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | দুপুর ২:২৯
দৈনিক স্বদেশ বিচিত্রা

কাপ্তাইয়ে প্রথমদিনের এইচএসসি পরীক্ষায় শতভাগ উপস্থিতি

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-

শতভাগ উপস্থিতির মাধ্যমে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হলো প্রথমদিনের এইচএসসি পরীক্ষা। রবিবার (২৭ আগস্ট) কাপ্তাই উপজেলার একমাত্র কেন্দ্রটির 

ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি কলেজ এর উপধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া তিনি আরো জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৭ শত ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তৎমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শত ৪৪ জন এবং কর্ণফুলি সরকারি কলেজ হতে ৬ শত ৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। 

এদিকে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে কেন্দ্র পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। এসময় তিনি  বলেন, কাপ্তাই উপজেলায় একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়া কেন্দ্রের ২শত গজের মধ্যে আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন...

কুবিতে প্রথম মেধাতালিকায় মোট আসনের ৩৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি

ওয়েব ডেস্ক

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি, প্রথম অবস্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ওয়েব ডেস্ক

জবিতে প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত 

ওয়েব ডেস্ক