সালাম মাহমুদ :
পারিবারিক নানা জটিলতার মাঝে মামলা নিয়েও চিত্রনায়িকা পরীমনিকে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে।সর্বশেষ রাজের সাথে সম্প্রীতির চেষ্টা ব্যর্থ হল। চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম বুধবার এ আদেশ দেন।