সালাম মাহমুদ :
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য “চ্যানেল আই ডিজিটাল মিডিয়া এওয়ার্ড ২০২২” এর বিচারক হয়েছেন বরেন্য চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহযোগীতায় চ্যানেল আই ৩য় বারের মত আয়োজন করছে “চ্যানেল আই ডিজিটাল মিডিয়া এওয়ার্ড ২০২২। চয়নিকা চৌধুরী বলেন আমাকে এইভাবে সম্মানিত করাতে অজস্র ধন্যবাদ জানাই চ্যনেল আই কে।
তারা এই উদ্যোগ নিয়েছেন বলেই এত তাড়াতাড়ি আমার অনেক ভালো ভালো ওয়েব সিরিজ দেখা হলো।এর ভিতর দেখাও ছিল কয়েকটি।আবার নতুন করে দেখলাম।দেখা হবে মূল প্রগ্রামে ৯ সেপ্টেম্বর “চ্যানেল আই ডিজিটাল মিডিয়া এওয়ার্ড ২০২২” প্রদান অনুষ্ঠানে।