মোঃ জহিরুল ইসলাম বাবলু- ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৯শে আগষ্ট শনিবার সকালে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরীর আয়োজনে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি ও সমাজসেবা করে আসছেন।