34 C
dhaka
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | বিকাল ৩:২৬
দৈনিক স্বদেশ বিচিত্রা

দ্বীনী শিক্ষা কেন দিবেন

মাওঃ তাজুল ইসলাম নাহীদ-

আপনার আমার সন্তানদেরকে দ্বীনী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা কেন দিবো। আমরা দ্বীনী শিক্ষা এই জন্য দিবো যে, আমাদের ছেলেমেয়েরা যেন ছোট্টবেলা থেকেই আল্লাহ্ এবং রাসূলের পরিচয় পেয়ে বড় হতে পারে।
তারা যেনো আরো জানতে পারে ইহকালও পরকাল সম্পর্কে।একটি সন্তান বড় হয়ে আস্তিক হওয়া আর নাস্তিক হওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার ছোটবেলার শিক্ষার উপর।
আমরা গবেষণা করে দেখেছি যে, যেই সমস্ত মা বাবা ছোট্টবেলায় তাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিয়েছে তারা কখনও নাস্তিক হয় না। তারা কখনও পিতা মাতার অবাধ‍্যও হয় না।
ওদের সংসার চালাতে গিয়ে হাজার কষ্ট হলেও তারা কিন্তু ভুলেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আল্লাহ্ এবং তাঁর নবীকে ভুলে যায় না।
আজ লক্ষ করে দেখুন যতগুলো মা বাবা চোখের পানিতে বুক ভাসাচ্ছে, বৃদ্ধাশ্রমে গিয়েছে।সন্তান থাকার পরও দুঃখে নিজ মাথায় পিস্তল দিয়ে গুলি খেয়ে মরছে। 
এসবের অধিকাংশ কারণই কিন্তু সন্তানদেরকে দ্বীনী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা না দেওয়ার কুফল।
এবার আসুন আমরা একটু মাদ্রাসা পড়ুয়া মা বাবাদের দিকে তাকাই। আমি চ‍্যালেনঞ্জ করে বলতে পারি, আপনি তন‍্য তন‍্য করে সারা বাংলাদেশ খুঁজলেও এমন একজন হাফেজ ক্বারী মাওলানা মুফতী মুহাদ্দীসদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে পাবেন না, যারা দ্বীনী শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মা কে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। 
তাহলে এবার বলেন আমরা এই দুইটি শিক্ষা থেকে কি বুঝলাম।আমরা এটাই বুঝলাম যে, মাদ্রাসা শিক্ষা বা দ্বীনী শিক্ষা সন্তানদেরকে মাতা পিতার খেদমত করতে শিখায়। মানুষের মত মানুষ হতে শিখায়।
আর ছোট্টবেলার কোরআন হাদীস থেকে ভিন্ন শিক্ষায় শিক্ষিত সন্তানদেরকে নাস্তিক হতে শিখায়, বাবা মায়ের অবাধ‍্য হতে শিখায়। বৃদ্ধাশ্রমে পাঠাতে শিখায়।
আরো বলছি শুনুন ধর্মীয় শিক্ষার ফলে কি কি উপকার যে হয়।আমি যদি শুধু আমার কথাই বলি, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারি যে,আমার বাবা ইন্তেকাল করেছেন আজ নয় বছর চলে। এই নয় বছরের মধ্যে এমন কোনো দিন,এমন কোনো রাত, এমন কোনো নামাজ নেই যে, যেই নামাজের পরে আমি আমার বাবার জন্য আল্লাহ্ পাকের দরবারে দোয়া করি নাই।
আপনি কি বলতে পারবেন মাদ্রাসা শিক্ষার বাহিরের কোনো সন্তান এভাবে তার বাবা মায়ের জন্য প্রতি নামাজের পর দোয়া করে? আমারতো মনে হয় না করে বলে।
তাহলে আমার পক্ষে এটা কিভাবে সম্ভব হয়েছে, একমাত্র দ্বীনী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে।
শুধু কি তাই?আমি আমার বাবার জন্য নয় বছর ধরে দোয়া করছি এখানেই বিষয়টি শেষ নয় কিন্তু। বরং আমার মরণ পযর্ন্ত প্রতিটি মূহুর্ত বাবা মায়ের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ।
তার কারণ হল আমরা আল্লাহ্ পাকের কোরআনে হাকীমে এবং রাসূলের হাদিসে পাকে পড়েছি, মা বাবার হক বা অধিকার সম্পর্কে। তাই আমরা তাদের হক সম্পর্কেও জানি আলহামদুলিল্লাহ্।
পবিত্র কোরআন শরীফের পনের নম্বর পারার সুরাতুল বনি ইসরায়েলের তেইশও চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ্ পাক মা বাবার হক সম্পর্কে বিস্তারিত বলেছেন।
আরো বলেছেন মা বাবা দুজনের একজন যখন বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন,তখন তাঁদের সঙ্গে সদয় আচরণ করতে। তাঁদেরকে মায়ার নজরে দেখতে, মহ্ববত করতে। 
আরো বলেছেন তাঁদের সঙ্গে নম্রভাবে কথা বলতে। এবং রাব্বিল হামহু মা কামা রাব্বায়ানি ছগীরা বলে দোয়া করতে। 
আহ! ইসলাম কত সুন্দর শিক্ষাটাই না আমাদেরকে দিয়েছে।আল্লাহ্ পাক নিজে বলতেছেন আমরা যেন তাঁর কাছে বলি হে আল্লাহ্, তুমি আমার বাবা মায়ের প্রতি রহম করো ভালোবাসো,যেমনিভাবে তাঁরাও আমাদেরকে ছোট্টবেলায় রহম করো ছিলো,ভালোবাসা দিয়ে ছিলো সুবহানাল্লাহ্। 
আল্লার নবীও হাদিসে পাকে মা বাবার প্রতি দয়া করা সম্পর্কে কত সুন্দর সুন্দর হাদিসই না বলে গেছেন।
বুখারী মুসলিম শরীফের এক হাদিসে বলছেন তোমাদের মাতা পিতা তোমাদের জান্নাত, তোমাদের মা পিতা তোমাদের জাহান্নাম।
অর্থাৎ মা বাবাকে খেদমত করে যদি খুশি করতে পারো,তাহলে কপালে জান্নাত লিখে নাও সুবহানাল্লাহ্।
অন্য হাদিসে মায়ের সম্পর্কে বলেন জান্নাত মায়েদের পায়ের নিচে সুবহানাল্লাহ্। 
অর্থাৎ মায়ের খেদমত করো জান্নাত পাবে। 
তাই আসুন,আমরা সবাই আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে সর্ব প্রথম দ্বীনী শিক্ষা বা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে তুলি।
মাত্র দুইটি বছর যদি নূরানী মাদ্রাসা বা মক্তবে কোনো ছেলে মেয়ে পড়ে,তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে আর জীবনে কোনদিনও নাস্তিক হবে না বলে আমরা আশাবাদী। 
তারা হবে না জীবনে কখনও বাবা মায়ের অবাধ‍্য সন্তান।
এই দুইটি বছর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল জজ ব‍্যারিষ্টার বিজ্ঞানিকযা ইচ্ছে তাই বানান ইনশাআল্লাহ সে আর জীবনে ইসলাম থেকে দূরে সরবে না।মরণ পযর্ন্ত ইসলামের গানই গাইবে।
আল্লাহ্ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দিক আমীন।

আরও পড়ুন...

এই গরমে আরামের পোশাক

ওয়েব ডেস্ক

ত্বকের ক্যানসার প্রতিরোধে সান্সক্রিন

ওয়েব ডেস্ক

যা করবেন নতুন জুতা থেকে ফোসকা পড়লে

ওয়েব ডেস্ক