34 C
dhaka
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৯
দৈনিক স্বদেশ বিচিত্রা

ভারতীয় হাইকমিশনের “জি ২০ মেগা বিচ ক্লিনআপ” আয়োজন

হারাধন দত্ত , স্টাফ রিপোর্টারঃ

ভারতীয় হাইকমিশন আজ স্থানীয় সংস্থাসমূহকে সাথে নিয়ে বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে “জি২০ মেগা বিচ ক্লিন আপ” শীর্ষক  সমুদ্র সৈকত পরিছন্নতার  আয়োজন করা হয়েছে । ২০২৩ সালে ভারতের জি২০ প্রেসিডেন্সির আচরণবিধির অধীনে আয়োজিত এক ঘন্টাব্যাপী কার্যক্রমটি বাংলাদেশ সরকার, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও মিডিয়ার বিশিষ্ট , শিক্ষার্থী এবং তরুণ স্বেচ্ছাসেবকগণ অংশ গ্রহন করেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, শ্রী প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালে অতিথি রাষ্ট্র হিসেবে অংশগ্রহণের জন্য ভারতের আমন্ত্রণ বাংলাদেশের গ্রহণ করা উভয় দেশের বিস্তৃত ও সুগভীর অংশীদারীত্বের প্রতিফলন। তিনি যোগ করেন যে, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক হচ্ছে বহুমুখী এবং সেটা যৌথ প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ সুবিস্তৃত, নানা ক্ষেত্রে সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রকাশিত হয়। তিনি গুরুত্ব সহকারে বলেন, উপকূলীয় ও সামুদ্রিক আবাসস্থলের সংরক্ষণ ও সুরক্ষার এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের দুই দেশের যৌথ মূল্যবোধ ও অগ্রাধিকারসমূহের একটি স্বত:স্ফূর্ত সম্প্রসারণ।
জি২০ মেগা বিচ ক্লিন আপ ইভেন্ট এর আয়োজনের উদ্দেশ্য হলো পরিবেশের ওপর সামুদ্রিক বর্জ্যের প্রভাব সম্পর্কে সংবেদনশীল করা এবং সচেতনতা বৃদ্ধি করা। পরিবেশগত সংকট প্রশমনে ব্যক্তিগত প্রচেষ্টা ও জনসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন...

বাংলাদেশ সংসদীয় দলের দলনেতা হয়ে বাহরাইন যাচ্ছেন এমপি কমল

ওয়েব ডেস্ক

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ভারতীয় ৪ জেলেসহ নৌকা আটক

ওয়েব ডেস্ক

ভারত বন্যা : উদ্ধার অভিযান চালাতে ৩৮টি এনডিআরএফ টিম মোতায়েন

ওয়েব ডেস্ক