বিভূতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
খুলনার ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র,অপরাজনীতি, নৈরাজ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭শে মে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী মোঃ রায়হান ফরিদ। বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল,সদস্য শোভা রাণী হালদার। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্যদেন উপজেলা আ’লীগ নেতা অধ্যাপক জি,এম ফারুক, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, তহমিনা বেগম,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফুল আলম রাজু ও শেখ ইকবাল হোসেন, খান রবিউল ইসলাম আন্টু,খান আবুল বাসার প্রমূখ। প্রতিবাদ সভার পূর্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।