হারাধন দত্ত (স্টাফ রিপোর্টার)ঃ
চট্টগ্রামে সীতাকুণ্ড থানার উত্তর বাঁশবাড়িয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ জোড়বটতল এলাকায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূ রোকসানা আক্তার (২০) কে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ পুড়িয়ে হত্যার নাটক সাজানোর অভিযোগ উঠেছে। তিনি ভাটিয়ারী খাদেম পাড়ার ০৩ নং ওয়ার্ডস্থ নুরুল আলম প্রকাশ পিঠাওয়ালার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার, বিকাল ০৪ টার দিকে হঠাৎ আগুন আগুন করতে থাকেন আনোয়ার কিবরিয়ার বড় ভাই মোস্তফা ও তার স্ত্রী। এ সময় আশ পাশের লোকজন এগিয়ে এসে পানি মেরে আগুন নেভানোর পর ঘরে গৃহবধূ রোকসানা আক্তারের পুড়ে যাওয়া লাশ দেখতে পান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পোঁছায়।পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায় এবং তাজা রক্ত দেখতে পায়।স্থানীয় ইউপি মেম্বার মোঃ সাহাবউদ্দিন বলেন নিহতের স্বামী জন্ম থেকে কিছুটা মানসিক প্রতিবন্ধী। একবার ঘুমালে ০৮ দিন থেকে ১৫ দিন পর্যন্ত ঘুমান।এক বছর আগে সে বিয়ে করেন।এরপর থেকে সে অনেকটা সুস্থ হয়ে যান।তব ঘটনার সময় সে ঘরে ছিলেন না।তার বড়ভাই মোস্তফা ও তার স্ত্রী ঘরে ছিলেন। সম্পত্তির লোভে ভাই ভাবি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।কুপিয়ে হত্যা করে বিছানায় লাশ রেখে হাটু থেকে মাথা পর্যন্ত লেপ জাতীয় মোটা কাপড় দিয়ে ঢেকে কোন দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে।তারা প্রথমে এটিকে বিদ্যুতের শট সার্কিট এর আগুন বলে প্রচারের চেষ্টা করেন।তবে ঘটনার আলামতে আমার সন্দেহ হয়।পরবর্তীতে সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় লাশের মাথার পিছনে ধারালো বস্তুর আঘাতে ০৩ ইঞ্চি গভীর দুটি ক্ষত চিহ্ন পাওয়া যায়।তখনই আমি নিশ্চিত হই এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও তার ভাসুর এবং জা কে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা বাদ চলছে।