33 C
dhaka
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১২:১৮
দৈনিক স্বদেশ বিচিত্রা

সেমস গ্লোবাল ইউএসএ আয়োজন করছে মেডিকেল,হেলথ ট্যুরিজম এবং খাদ্য ও কৃষি বিষয়ক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

বিশেষ প্রতিনিধি:

সেমস গ্লোবাল ইউএসএ এবং সেমস-বাংলাদেশ এর যৌথ আয়োজনে ২৫ মে থেকে শুরু হল “১৪তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো”, “৬ষ্ঠ ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৩” এবং “৬ষ্ঠ ফুড এন্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩”। এই প্রদর্শনী চলাকালীন সময় একই সাথে অনুষ্ঠিত হবে “৯ম ফার্মা বাংলাদেশ ২০২৩
এক্সপো”,”৭ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৩” এবং “৩য় ঢাকা ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং এবং প্রিন্টিং এক্সপো-২০২৩।” (২৫-২৭) মে পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী জনাব শ ম
রেজাউল করিম, এম পি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খুরশীদ ইকবাল রেজভী, অতিরিক্ত সচিব, পরিকল্পনা
ও উন্নয়ন অনুবিভাগ, খাদ্য মন্ত্রণালয়, বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিলুফার নাজনীন, অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সৈয়দ এরশাদ আহমেদ, প্রেসিডেন্ট, আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ, ডা. ভি এম থমাস, চেয়ারম্যান, চেন্নাই ফার্টিলিটি সেন্টার এ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস্ গ্লোবাল এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব মেহেরুন এন. ইসলাম।

প্রধান অতিথি মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, এম পি বলেন,বর্তমান সরকার শিল্প ও
বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জিডিপির প্রবৃদ্ধি দেশেৎস্বাস্থ্য, কৃষি এবং খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত সেক্টরগুলোতে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করেছে। এই বিষয়গুলো যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে এবং শ্রমিকদের দক্ষতা বাড়াতে সাহায্য করছে। মৎস্য ও পশুসম্পদ বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল শিল্প। ২০২০-২১ অর্থবছরে মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও চাহিদা পূরণে বাংলাদেশ বিশ্বব্যাপী শীর্ষস্থান অর্জন করেছে। বাংলাদেশ এখন দেশে আমিষের চাহিদা মেটাতে সক্ষম এবং এ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ও বটে। তিনি আরও বলেন, আমি মনে করি সেমস গ্লোবাল এর এই
আয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াবে, শিল্পায়ন ত্বরান্বিত করবে, বিভিন্ন ধরনের পণ্যের বৈচিত্র্যকে প্রসারিত করবে,রপ্তানি আয় বাড়াবে এবং বৈদেশিক রিজার্ভ অর্জনের নতুন সুযোগ প্রদান করবে।

তিনি আরও বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাই কাউকে পিছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। এজন্য বাংলাদেশপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনসাধারণের উন্নয়নের জন্যই শুধু নয় বরং সমগ্র মানবজাতির কল্যাণে কাজ 

করছেন।তাঁর দায়বদ্ধতা, আন্তরিকতা এবং নীতি নির্ধারণ বিশ্বনেতাদের প্রশংসা অর্জন করেছেন। সম্প্রতি বৃটিশ প্রধানমন্ত্রী ওআইএমএফ প্রধানও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অসাধারণ নেতৃত্বের প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরএগিয়েছে। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভিশন ও মিশন থাকতে হয় সেটা আমাদের প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। তাইবিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। কারণ শেখ হাসিনার শাসনামল বাংলাদেশে বিনিয়োগেরউপযুক্ত সময়। বর্তমানে এখন বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এসময় মন্ত্রী আরো যোগ করেন, বিশ্বের অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা শঙ্কা করেছিল করোনায় বাংলাদেশে দুর্ভিক্ষ দেখাদেবে। কিন্তু রাষ্ট্রীয় নীতি এবং সরকারি-বেসরকারি উদ্যোগে মহামারী সত্ত্বেও দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়নি। বরং কোন কোনক্ষেত্রে খাদ্য উদ্বৃত্ত রয়েছে। প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার আমরা করছি। ফলে খাদ্য জাতীয় পণ্য তথা ধান, গম, ভুট্টা, মাছ, মাংস, দুধ, ডিম এমন উৎপাদন হয়েছে এবং এর গুণগতমান এত ভালো যে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে এখন অনেক কিছুআমদানি করছে। বাংলাদেশে উৎপাদিত মাছ এখন বিশ্বের ৫২ টি দেশে রপ্তানি হয়। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশ থেকে মাংসআমদানি করতে চাইছে। দেশে উৎপাদিত নানাধরণের খাদ্য সামগ্রী বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি সেমস্ গ্লোবাল এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব মেহেরুন এন. ইসলাম বলেন, মেডিটেক্স,হেলথ ট্যুরিজম এবং ফুড এন্ড এগ্রো এক্সপো এই শিল্পের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ানস্টপ প্লাটফর্ম। অত্যাধুনিক মেডিকেল ইকুইপমেন্টস, স্বাস্থ্য পর্যটন খাতের উন্নত প্রযুক্তি, খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং সেবা নিয়ে প্রস্তুতকারক ও সরবরাহকারীদের পণ্য এবং পরিষেবাগুলি প্রদর্শনের জন্য অবিশ্বাস্য সুযোগ হিসাবে কাজ করবে। এ ধরনের আয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিল্পায়ন ত্বরান্বিত করতে, রপ্তানি আয় বাড়াতে এবং বৈদেশিক রিজার্ভ অর্জনের নতুন সুযোগ প্রদান করবে এবং বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

চেন্নাই ফার্টিলিটি সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান ড. ভি. এম. থমাস মনে করেন- “বাংলাদেশের স্বাস্থ্য পর্যটন খাতের
উন্নয়নের প্রবৃদ্ধির জন্য এই প্রদর্শনীটি গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি ইতিবাচ পদক্ষেপ বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করবে এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করতে সাহায্য করবে।

“১৪তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো” এবং “৬ষ্ঠ ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৩” বাংলাদেশের স্বাস্থ্যসেবা শিল্পের জন্য অপরিহার্য কারণ এটি হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের সাথে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় কোম্পানিগুলির স্বাস্থ্যসেবা, হাসপাতাল পরিষেবা, হেলথ ট্যুরিজম সার্ভিস এবং
কন্সালটেশন সার্ভিস প্রদর্শনের সুযোগ তৈরি করে। এটি বিজনেস টু বিজনেসের (B2B) চমৎকার একটি প্ল্যাটফর্ম। এই প্রদর্শনী চলাকালীন একই সাথে অনুষ্ঠিত হবে “৯ম ফার্মা বাংলাদেশ ২০২৩ এক্সপো” এবং “৭ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৩।”

“৬ষ্ঠ ফুড এন্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩” এবং “৩য় ঢাকা ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং এবং প্রিন্টিং এক্সপো ২০২৩” খাদ্য, কৃষি এবং প্লাস্টিক প্রস্তুতকারক ও সরবরাহকারীদের পণ্য এবং পরিষেবাগুলি প্রদর্শনের জন্য অবিশ্বাস্য সুযোগ হিসাবে কাজ করবে। এজেন্ট, পরিবেশক, আমদানিকারক, ট্রেডিং কোম্পানি, পাইকারী ও খুচরা বিক্রেতা, হোটেল ব্যবসায়ী, ব্যবসায়িক প্রতিনিধি, রেস্তোরাঁসহ সারা বিশ্ব থেকে গ্রাহক এবং অন্যান্য ক্রেতারা এই এক্সপোতে অংশগ্রহণ করবেন।

এই প্রদর্শনীগুলো বাংলাদেশের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনী। এই প্রদর্শনীগুলোতে, ৪৫০ টির বেশি বুথ সহ ২৩০ টিরও বেশি কোম্পানি ১০ টি দেশের প্রতিনিধিত্ব করছে। উল্লেখ্য, “৬ষ্ঠ ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৩”এর প্ল্যাটিনাম স্পন্সর চেন্নাই ফার্টিলিটি সেন্টার।

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল ১০.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:
https://www.cems-meditex.com/ এবং https://www.cems-foodexpo.com/

আরও পড়ুন...

সুদ ও জামানতমুক্ত ঋণ হতে পারে প্রান্তিক জনগোষ্ঠীর আশীর্বাদ

ওয়েব ডেস্ক

সিটি ব্যাংক ও বিএফডিএসর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ওয়েব ডেস্ক

ডলারের দাম উর্ধ্বমুখি: চাল আমদানী করে বিপাকে নওগাঁর চাল ব্যবসায়ীরা; এলসিতে বড় ধরনের লোকসানের আশংকা

ওয়েব ডেস্ক