দেওয়ান রহমান, চবি সংবাদদাতা;
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো চলতি মাসের ১৬-২৫ মে পর্যন্ত। ১৬ মে বিজ্ঞান বিভাগ বা এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ ভর্তি পরীক্ষা। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি ইউনিট ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ এবং দুইটি উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ এ মোট ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছিলো। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছুদের সাহায্য-সহযোগিতা করার জন্য সরব ছিলো জেলাভিত্তিক বিভিন্ন এসোসিয়েশন ও ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন। ক্যাম্পাসের সর্ববৃহৎ এই জেলা ভিত্তিক এসোসিয়েশনটির স্বেচ্ছাসেবক ছিলো রেকর্ডসংখ্যক ১৫০ জন!
বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপে বিভক্ত হয়ে তাদের স্বেচ্ছাসেবকরা নিজ নিজ অবস্থান থেকে শিফট ভিত্তিক সময়ে ভর্তিচ্ছুদের সহযোগিতা করেছে। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের বিনামূল্যে আবাসন ব্যবস্থা করে দেওয়া, পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করা, কেন্দ্র দেখিয়ে দেওয়া, পানি সহ হালকা খাবার সামগ্রি বিতরণ করাসহ নানা সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে নিজেদের তুলে ধরেছে এসোসিয়েশনের প্রতিটি সদস্য। প্রায় দশদিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে ক্যাম্পাসের সবার প্রশংসায় ভাসছে এই এসোসিয়েশনটি। বিশেষ করে বৃষ্টিতে ভিজে ভর্তিচ্ছুদের কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করে ক্যাম্পাসে অনন্য নজির সৃষ্টি করেছে সংগঠনটি।
বিভিন্ন মহল থেকে প্রশংসা ও বাহবা প্রাপ্তিতে নিজেদের গর্বিত মনে করছেন এসোসিয়েশনটির সভাপতি মোঃ সাহেদ,সাধারণ সম্পাদক ইরতেজা ও সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী। আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।