কবি : আব্দুল্লাহ আল মামুন-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি আমাদের মহান নেতা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী তুমি আমাদের জাতির পিতা।
তোমাকে হত্যা করে ঘাতকরা আমাদের করেছে অভিভাবক শূন্য
সারাটা জীবন তুমি অনেক কিছু করেছো আমাদের জন্য,
বিনিময়ে কিছুই দিতে পারিনি তোমাকে হে বাঙ্গালীর জাতির পিতা।
তোমার মতো নেতা কেউ হতে পারবেনা কোনদিন
হে মহান নেতা মনে রাখবো তোমাকে আমরা সারাজীবন।
তুমি বেঁচে থাকলে তুমি হতে আমাদের বিশ্ব নেতা।
তোমার মতো মনে বড় হতে পারবোনা কেউ আমরা
তোমার সমালোচনা করে যারা আলবদর রাজাকার তারা।
তোমার নেতৃত্বেই আমরা পেয়েছি এই প্রিয় স্বাধীনতা।
তোমার কথায় উজ্জবিত হয়ে বীর বাঙ্গালী যুদ্ধে গিয়েছে
সকল বিপদ আপদে বাঙ্গালী তোমাকেই পাশে পেয়েছে।
তুমি আমাদের আদর্শ তুমি আমাদের শেষ কথা।