33 C
dhaka
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১২:১৯
দৈনিক স্বদেশ বিচিত্রা

আদমদীঘিতে নাশকতা মামলায় পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদকসহ চার জন গ্রেপ্তার

মো: সাগর খান, নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সন্দেহে সান্তাহার পৌর ছাত্র দলের সাধারণন সম্পাদকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের বিভিন্ন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার সান্তাহার পৌর এলাকার নামা পৌঁওতা গ্রামের আজাহার আলীর ছেলে ও সান্তাহার পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি (২৪), সান্তাহার পশ্চিম লোকো কলোনীর এলাহি সরদারের ছেলে যুবদলের নেতা ফেরদৌস মাহমুদ (৪০), নসরতপুর ইউপির সাওইল মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩৮) ও কুন্দগ্রামের মৃত হাসান আলীর ছেলে জিয়াদ আলী (৩৫)।
উল্লেখ্য, গত ২০২২ সালের ২৩ নভেম্বর রাতে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে দেশে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭ জন বিএনপি নেতা-কর্মির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, এ মামলার জড়িত সন্দেহে উল্লেখিত চার জনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন...

হবিগঞ্জে বেদে পল্লীতে কাটছে মানবেতর জীবনযাপন

ওয়েব ডেস্ক

রাজউকের নিয়ম-নীতি তোয়াক্কা না করে প্লান বহির্ভূতভাবে ভবন নির্মাণ

ওয়েব ডেস্ক

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

ওয়েব ডেস্ক