33 C
dhaka
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১২:০৯
দৈনিক স্বদেশ বিচিত্রা

বাংলাদেশ ডেনিম এক্সপোতে ক্রেতাদের ব্যাপক সাড়া

বিশেষ প্রতিনিধি:

দেশের তৈরি পোশাককে বিদেশীদের কাছে আকৃষ্ট করতে রাজধানীতে ‘বাংলাদেশ-ডেনিম এক্সপো-২০২৩ শেষ হয়েছে। ‘ইনোভেটর’ বা উদ্ভাবক প্রতিপাদ্য নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দু’দিনব্যাপী প্রদর্শনীতে দেশী ও বিদেশী মিলিয়ে ৯০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ডেনিম প্রদর্শনীতে ফেব্রিক্স, তৈরি পোশাক, থ্রেডস, যন্ত্রাংশ, প্রক্রিয়াকরণ উপকরণসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। বাংলাদেশে তৈরি ডেনিম পণ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি রপ্তানি হয়।

ক্রেতাদের আকৃষ্ট করতে এক্সপোতে পণ্য প্রদর্শনের পাশাপাশি উদ্ভাবক প্রতিপাদ্যে চারটি সেমিনার সেশন ও চারটি প্যানেল আলোচনায় রাখা হয়। মঙ্গলবার বিকেলে ডেনিমের ভবিষ্যৎ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

মেলায় অংশ নেওয়া চায়না কোম্পানি কটন ফিল্ড টেক্সটাইলের মার্কেটিং বিভাগের ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশসহ ৪০ থেকে ৪৫টি দেশের কোম্পানির প্রতিনিধিরা প্রদর্শনীতে আসেন। মেলায় আমরা ডেনিম, টুইল, কর্ডরয় ফেব্রিক এবং কুটিং ফেব্রিকস পণ্য নিয়ে এসেছি’। প্রদর্শনীতে ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করেন। তাঁরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের পণ্য দেখেন। প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করেন।

ডেনিম সলিউশন লিমিটেড, ডেনিম অ্যান্ড জিন্স টেকনোলজি লিমিটেড ও জারার এন্টারপ্রাইজ প্রদর্শনীতে অংশ নেয়। ডেনিম অ্যান্ড জিন্স টেকনোলজি লিমিটেড হলো টেক্সটাইল লেজার মেশিন ম্যাকসা আইডি, স্পেন এবং ওজোন মেশিন প্রস্তুতকারক ওজোন ডেনিম তুরস্কের নেতৃস্থানীয় নির্মাতার একটি এজেন্ট।

এক্সডিডি টেক্সটাইলের বিক্রয় ব্যবস্থাপক ব্র্যান্ট টং বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য বড় বাজার। চাহিদা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে তাদের ডেনিম কাপড়ের বিক্রিতে প্রবৃদ্ধি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হয়েছে। তবে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যবসা কিছুটা শ্লথ। তবে তাঁর প্রত্যাশা, ছয় মাস পর পোশাকের বড় গন্তব্য দেশগুলোতে ব্যবসা ঘুরে দাঁড়াবে।

বিশ্বখ্যাত মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ইতালির টনেলো প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিষ্ঠানটি মূলত ওয়াশিং ও ডাইং মেশিন সরবরাহ করে। টনেলোর ব্যবস্থাপনা পরিচালক এলিস টনেলো বলেন, বাংলাদেশের ডেনিম মিলগুলো পানির ব্যবহার কমিয়েছে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপো সারা বিশ্বের ডেনিম স্টেকহোল্ডারদের একই ছাদের নিচে একত্রিত করেছে। এই আয়োজনের অন্যতম লক্ষ্য হচ্ছে ডেনিম শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও টেকসই ডেনিম শিল্প গড়ে তোলায় করণীয় সম্পর্কে তুলে ধরা।’

আরও পড়ুন...

বাংলাদেশের ছোট উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন জরুরি

ওয়েব ডেস্ক

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৭২০ কেজি জাটকা জব্দ

ওয়েব ডেস্ক

নিরাপদে আ.লীগ, সংকটে বিরোধীরা

অনলাইন ডেস্ক