33 C
dhaka
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১১:৩০
দৈনিক স্বদেশ বিচিত্রা

বরফগলা ভালোবাসা 

জাহাঙ্গীর চৌধুরী –

তুমি কখনো ভেবো না,

তোমার মধ্যাকর্ষন শক্তি

আমায় চুম্বকের মতো টানে না,

বা তোমার তরঙ্গিণীতে নৌ বাইতে কিঞ্চিৎ অধম,

দ্বিবাহু ছাতির গিরিদ্বয়ের শৃঙ্গছুঁতে অক্ষম,

পদ্মাননে টিয়ারাঙা অধর চুম্বনেওষ্ঠ দুটি নরম।

 তুমি ভেবো সন্দেহাতীত অন্তরে,

 তোমার আপাদমস্তক আকৃষ্ট করে,

তবে আমি চিত্তের গভীর হতে

 তাদের কঠোর নিয়ন্ত্রনে সক্ষম। 

কারণ তোমার কুহুতান আর

বরফগলা ভালোবাসা আমার আকর্ষণ,

যা হিমেল করে দাবানলের মতো

ভস্মীভূত মনের অঙ্গন।

 আমি বিদিত তোমার ঊষর ভূঁই চাষে

আসবে কিছু জন,

সেদিন থাকবেনা আজকের এই মন।।

আরও পড়ুন...

অপেক্ষা

ওয়েব ডেস্ক

রৌদ্র-ছায়ার কোলাকুলি 

ওয়েব ডেস্ক

বানর চিলের শত্রুতা 

ওয়েব ডেস্ক