জাহাঙ্গীর চৌধুরী –
তুমি কখনো ভেবো না,
তোমার মধ্যাকর্ষন শক্তি
আমায় চুম্বকের মতো টানে না,
বা তোমার তরঙ্গিণীতে নৌ বাইতে কিঞ্চিৎ অধম,
দ্বিবাহু ছাতির গিরিদ্বয়ের শৃঙ্গছুঁতে অক্ষম,
পদ্মাননে টিয়ারাঙা অধর চুম্বনেওষ্ঠ দুটি নরম।
তুমি ভেবো সন্দেহাতীত অন্তরে,
তোমার আপাদমস্তক আকৃষ্ট করে,
তবে আমি চিত্তের গভীর হতে
তাদের কঠোর নিয়ন্ত্রনে সক্ষম।
কারণ তোমার কুহুতান আর
বরফগলা ভালোবাসা আমার আকর্ষণ,
যা হিমেল করে দাবানলের মতো
ভস্মীভূত মনের অঙ্গন।
আমি বিদিত তোমার ঊষর ভূঁই চাষে
আসবে কিছু জন,
সেদিন থাকবেনা আজকের এই মন।।