33 C
dhaka
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১১:৪০
দৈনিক স্বদেশ বিচিত্রা

পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে চান ২৪নং কাউন্সিলর প্রার্থী আলমগীর

সাগর নোমানী, রাজশাহী প্রতিনিধিঃ

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নিজ ওয়ার্ডবাসীকে একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চান ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলমগীর।আলমগীর পর পর তিনবার ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর। আলমগীর শিক্ষীত ও গরীবের বন্ধু। 

ইতোমধ্যে নির্বাচনী আমেজে চলছে প্রচার প্রচারণা। মনোনয়ন পত্র উঠানোর শেষ সময় ছিলো ১৮ মে-২০২৩। মনোনয়ন পত্র দাখিল ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত। ২২ মে বেলা সাড়ে ১২টায় মনোনয়ন পত্র দাখিল করেন ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলমগীর।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডবাসী আধুনিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত। এছাড়া বৃষ্টির সময় এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় বৌ বাজারের ওয়ার্ডবাসীকে। আমি যদি এবারের নির্বাচনে কাউন্সিলর হতে পারি বয়স্ক সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করবো। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী এম্বুলেন্স ও বিনামূল্য চিকিৎসা সেবা চালু করবো।

ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স বসানো হবে এবং অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে। যুব সমাজকে বাচাঁতে মাদক মুক্ত সমাজ গড়বো। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি ওয়ার্ডের সকল জনগণের কাছে দোয়া চেয়েছেন।

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন...

দলে ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বললেন নয়া সম্পাদক ছানু

ওয়েব ডেস্ক

কিশোরগঞ্জ সদর উপজেলা বিন্নাটি ইউনিয়ন গণতন্ত্রী পার্টির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ওয়েব ডেস্ক

বিএনপির হারিকেন মিছিল

ওয়েব ডেস্ক