নিজস্ব প্রতিনিধিঃ
কেরানীগঞ্জ বাড়ী সৌদী আরব প্রবাসী এনজু সাহেবের (৫৩), তার একমাত্র পূত্র ইশতিয়াক (৩০) এখন মাসকটের মাফিয়াদের ডেরায় আটক। আদম পাচারকারী প্রতারকচক্র তাকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে প্রথমে ঢাকা থেকে দুবাই নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী চাকুরী দেয়নি, তবে বাংলাদেশী মুদ্রার কমপক্ষে ৩লক্ষ টাকা আদায় করে ছেড়েছে দালালচক্র। চক্রের নেতা কাশেম, গ্রামের বাড়ী কুমিল্লা। বেশ কয়েক মাস ধানাইপানাই করে পার করার পর, কাশেম দালাল ইশতিয়াকসহ বেস কয়েকজন ভিকটিমকে নিয়ে ওমান রাষ্ট্রের রাজধানী মাসকট চলে আসে। এখানেও সেই একই ঘটনা ঘটে। প্রতিশ্রুতি অনুযায়ী একজনকেও চাকুরী দিতে পারেনি সে। অথচ কাগজপত্র ঠিক করার নামে জোরপূর্বক লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। কিন্তু গত সপ্তাহে কাশেম দালাল যে ঘটনা ঘটিয়েছে সেটা লোমহর্ষক। তার আড্ডায় মদ ও জুয়ার আসরে তার পালিত এক গুন্ডা, একজন বাংলাদেশী নাগরিককে চাকু মেরে সাংঘাতিকভাবে রক্তাক্ত জখম করে। ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার ষড়যন্ত্র অনুযায়ী সে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিককে ‘সন্দেহভাজন’ হিসেবে পুলিশ বাহিনী দিয়ে গ্রেফতার করে বলে গ্রেফতারকৃত ব্যক্তিদের মা-বাবাদেরকে ফোন করে জানাতে থাকে এবং তাদেরকে জেল থেকে ছাড়ানোর কথা বলে টাকা আদায় করার পরিকল্পনা করে। কাশেম দালালের দুটো ইমো ফোন নং থেকে ফোন করে অর্থ দাবী করা হচ্ছে।
1) +968 7866 3887
2) +880 1308-093031