33 C
dhaka
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১১:০৬
দৈনিক স্বদেশ বিচিত্রা

রাজধানীর মাতুয়াইলে রাজউকের উচ্ছেদ অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা 

রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ডের মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউকে) এর মোবাইল কোর্ট অভিযানে ০২টি ভবনের নকশা বহির্ভূত অবৈধ অংশ অপসারণ ও ভবন মালিকদের ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৬ এর মাতুয়াইল এলাকায় অননুমোদিত ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে ২২ ই মে সোমবার মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোড এলাকার নির্মাণাধীন ০২ (দুই) টি ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মিত বেইজমেন্ট, কলাম, বারান্দা, সিড়ি, আবশ্যিক উন্মুক্ত স্থানে (সেটব্যাক) নির্মিত অবৈধ স্থাপনা আংশিক অপসারণ করা হয়। ভবনগুলোর মধ্যে দুইটি ভবনের মালিককে ৫ (পাঁচ) লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুইটি ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসির প্রতিনিধির মাধ্যমে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজউক) ও পরিচালক জোন-৬, মোঃ কামরুল ইসলাম এবং জোন-৬/৩ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর যৌথ নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া  সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক হাবিবুর রহমান, ইমারত পরিদর্শক মাসুদ রানা সহ রাজউকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন...

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১২৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার

ওয়েব ডেস্ক

৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ধর্ষক ইনাতগঞ্জে থেকে গ্রেপ্তার

ওয়েব ডেস্ক

৫২ কেজি গাঁজা জব্দ ও শিশুসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়েব ডেস্ক