লিটন দাশ শিবুঃ
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাবটি চুড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার ৬ মার্চ ২৩ ইং সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এটি এখনো আমার টেবিলে আসেনি। নীতিমালা একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই।
তিনি আরো বলেন, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের মনের ভাষা, চোখের ভাষা আমরা বুঝি।সেটি আমার টেবিলে আসেনি, আসলে আমি এটি দেখবো।
উল্লেখ্য, শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব সহ মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করার একটি নীতিমালার খসড়া তৈরি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নীতিমালাটির বিপক্ষে ইতোমধ্যে বাইকচালক জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।